
নতুন স্যাটেলাইট ছবিতে দেখা যায় যে, রাশিয়া তার কালিনিনগ্রাদ এক্সক্লেভে একটি বিশাল Circularly Disposed Antenna Array (CDAA) নির্মাণ করছে।
এই স্থাপনাটি ন্যাটো সদস্য পোল্যান্ডের সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।
এই অ্যান্টেনা নেটওয়ার্কটির ব্যাস প্রায় ১.৬ কিলোমিটার, যা একই ধরনের অন্যান্য স্থাপনার তুলনায় চারগুণ বড়।
এটিকে বিশ্বের সবচেয়ে বড় SIGINT (Signals Intelligence) স্থাপনাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সম্ভাব্য উদ্দেশ্য:
ন্যাটোর যোগাযোগ আড়িপাতা ও নজরদারি।
বাল্টিক অঞ্চলে সামরিক বাহিনীর গতিবিধি ট্র্যাক করা।
আটলান্টিকে অবস্থানরত রাশিয়ার সাবমেরিনের সঙ্গে যোগাযোগ রক্ষা।
রাশিয়ার সম্ভাব্য ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা আরও শক্তিশালী করা যা ন্যাটো ভুক্ত দেশ সমুহের নতুন উদ্বেগের কারন হয়ে দাঁড়াবে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক