মানিকগঞ্জ ২ (সিংগাইর- হরিরামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, পদ্মা নদী আমাদের একটি বড় সম্পদ। কিন্তু নদীর যথাযথ ব্যবস্থাপনা না থাকার কারনে এটি আমাদের জীবনকে দূর্বিষহ করে তুলেছে। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) বাল্লা ইউনিয়নের নাওডুবি মাদ্রাসায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এই কথা বলেন।
জাহিদুর রহমান বলেন, পদ্মা নদীর মিঠা পানি এই অঞ্চলের চাষাবাদের অপরিহার্য। পদ্মা ইলিশসহ অন্যান্য মাছে ভরপুর একটি নদী, পদ্মার একটি মাছের দাম একটি চাষ করা মাছ বা সাগরের একটি মাছের দামের চেয়ে অনেক বেশী। কিন্তু শুধুমাত্র ভাঙ্গনের কারনে এই নদী আমাদের জন্য একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, নদী ভাঙ্গন রোধ করার জন্য জিও ব্যাগের বাজেট হয়, টাকা বরাদ্দ হয়, ব্যাংক থেকে টাকা উত্তোলন হয়। কিন্তু দূর্নীতির কারনে সেই ব্যাগ আর নদীতে ফেলা হয় না। সুতরাং দূর্নীতি যদি না থাকে সরকারের করা বাজেটের সুফল আমরা পাবো।
তিনি যোগ করেন, আমাদের দেশের কর্মকর্তারা ব্যক্তিগত ভাবে দূর্নীতিবাজ না, সিস্টেমের কারনে তারা দূর্নীতিবাজ হয়। আমাদের এমপি মন্ত্রীরা সৎ হলে তার অধীনে থাকা কোন কর্মকর্তা অসৎ হতে পারবে না।
এই সময়ে তিনি এলাকায় ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পরেছে উল্লেখ করে এর জন্য উদ্বেগ প্রকাশ করেন। তাকে নির্বাচিত করলে তিনি মাদক নিয়ন্ত্রণ, দূর্নীতি রোধ ও তার নির্বাচনী এলাকাকে স্যাটেলাইট শহরে রুপান্তরিত করার প্রতিশ্রুতি পুনরব্যক্ত করেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক