1. Home
  2. বাংলাদেশ
  3. পলিটিক্যাল পার্লামেন্ট এর ৪৫তম অধিবেশন সম্পন্ন
পলিটিক্যাল পার্লামেন্ট এর ৪৫তম অধিবেশন সম্পন্ন

পলিটিক্যাল পার্লামেন্ট এর ৪৫তম অধিবেশন সম্পন্ন

0
  • 2 years ago,


গত শনিবার (৯ সেপ্টেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভাবনা ও করণীয় বিষয়ে পলিটিক্যাল পার্লামেন্ট‘র ৪৫তম বিশেষ অধিবেশন সম্পন্ন হয়েছে। ৩৮ বসুন্ধরা হাউসে অনুষ্ঠিত এই অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করেন গণমুক্তি জোটের প্রধান সমন্বয়ক আবু লায়েস মুন্না। স্পিকার মহোদয়ের শপথ ও উপস্থিত সদস্যদের শপথ গ্রহণের পর
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও ভাষা শহীদ, শহীদ বীর মুক্তিযোদ্ধাগণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশ মাতৃকার স্বাধীনতার জন্য যাঁরা অবদান রেখে গিয়েছেন, তাঁদের সকলের রূহের মাগফেরাতের জন্য ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অতঃপর মহামান্য রাষ্ট্রপ্রধানের ভাষণের মাধ্যমে অধিবেশনের প্রথম পর্ব সম্পন্ন করা হয়। অধিবেশনের দ্বিতীয় অংশ প্রশ্নোত্তর পর্বে এদেশে সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচন হবে কিনা, নির্বাচন হলেও সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কিনা, নির্বাচনী আচরণবিধি এবং দেশে-বিদেশে আমাদের সহযোগী বন্ধুদের কাছে সেই নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা গৃহীত হবে কিনা ইত্যাদি বিষয়ে বিরোধী দলীয় নেতৃবৃন্দ সরকার দলীয় নেতৃবৃন্দকে প্রশ্ন করেন। নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের লেবেল প্লেইং ফিল্ড থাকবে কিনা, নির্বাচনের প্রার্থীদের ও ভোটারদের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকে কালো টাকা, পেশিশক্তি ও দুর্বিত্তায়ন বহির্ভূত রাখা সম্পর্কেও ব্যাপক আলোচনা হয়। এছাড়া বাংলাদেশের ভৌগলিক অবস্থান সম্পর্কেও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অধিবেশনের শেষাংশে পয়েন্ট অব অর্ডারে অনেকে বক্তব্য প্রদান করেন। শেষে বিরোধী দলীয় নেতা সরকারের প্রতি ও সংসদ নেতার সংসদ ও দেশের কল্যাণে জ্ঞানগর্ভমূলক বক্তব্য প্রদান করেন। অত্র সংসদের কার্যাবলীর অংশ হিসেবে সকল বক্তব্যের গৃহীত প্রস্তাবনাগুলি সংসদে উপস্থাপন করে কণ্ঠ ভোটের মাধ্যমে প্রস্তাবগুলি সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়। সর্বশেষে স্পিকার মহোদয়ের সমাপনী বক্তব্য এবং দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।