1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. পশ্চিম তীর দখলের প্রতীকী প্রস্তাব অনুমোদন ইসরায়েলি পার্লামেন্টে
পশ্চিম তীর দখলের প্রতীকী প্রস্তাব অনুমোদন ইসরায়েলি পার্লামেন্টে

পশ্চিম তীর দখলের প্রতীকী প্রস্তাব অনুমোদন ইসরায়েলি পার্লামেন্টে

0
  • 1 day ago,

আল জাজিরার খবরে বলা হয়, ইসরাইলি পালামেন্টে পাস হওয়া এই প্রস্তাবের যদিও কোনো আইনি বাধ্যবাধকতা নেই,  কিন্তু এটিতে “ইহুদি, সামারিয়া ও জর্ডান উপত্যকায় ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের” কথা বলা হয়েছে। মূলত এই অঞ্চলগুলো তথার পশ্চিম তীরকে ইসরাইল এই নামেই ডেকে থাকে|

প্রস্তাবে বলা হয়েছে, পশ্চিম তীরকে (ইসরাইলের সঙ্গে) সংযুক্ত করা হলে ইসরাইলের নিরাপত্তা আরও মজবুত হবে এবং “ইহুদি জনগণের তাদের নিজ ভূমিতে শান্তি ও নিরাপত্তার মৌলিক অধিকারের” বিষয়ে আর কোনও প্রশ্ন তোলা যাবে না|

মূলত গত বছর প্রস্তাবটির সূচনা করেছিলেন ইসরাইলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি নিজেও একটি অবৈধ ইসরাইলি বসতিতে বাস করেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পশ্চিম তীর ও সেখানে থাকা বসতিগুলোর প্রশাসনিক দায়িত্বও পালন করেন|

পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইনে এই দখলদারিত্ব অবৈধ বলে বিবেচিত হয়। এমনকি কিছু বসতি ইসরাইলের নিজস্ব আইনেও অবৈধ|

এই পশ্চিম তীরে এখন প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি এবং ৫ লাখের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী বাস করে|

এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি নেতারা। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ডেপুটি হুসেইন আল-শেইখ বলেন, ‘এই প্রস্তাব সরাসরি ফিলিস্তিনিদের অধিকারের ওপর আঘাত। এটি শান্তি, স্থিতিশীলতা এবং দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করে দেয়|’

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আরও লেখেন, ‘ইসরায়েলের এই একতরফা পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিন ভূখণ্ডের স্বীকৃত মর্যাদার সম্পূর্ণ লঙ্ঘন|’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক