
পাকিস্তানি হামলার সময় বিকল হয়েছিল ভারতের এস-৪০০ সিস্টেম
- 7 days ago,
ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ভালে সিংহ জানিয়েছেন, গত ১০ মে পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালানোর সময় তার দায়িত্বে থাকা এস-৪০০ ক্ষেপণাস্ত্র লঞ্চার হঠাৎ বিকল হয়ে যায়।
লঞ্চ ইন-চার্জ হিসেবে দায়িত্বে থাকা সিংহ জানান, তিনি ও তার দল দ্রুত পদক্ষেপ নিয়ে মাত্র ১৫ মিনিটে সিস্টেমটি পুনরায় সচল করেন।
এরপর লঞ্চার থেকে আরও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার মধ্যে একটি পাকিস্তানের ছোড়া একটি এয়ার-লঞ্চড মিসাইলকে ভূপাতিত করে।
মিসাইল ছোড়ার পরপরই পাকিস্তানের পাল্টা আক্রমণ এড়াতে এস-৪০০ লঞ্চারটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
সূত্র: ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংস (IDRW)
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক