1. Home
  2. বিশ্ব
  3. পাকিস্তান
  4. পাকিস্তানে দৃষ্টি পোশাক ক্রেতাদের, রপ্তানি বেড়ে ১ হাজার ১১৪ কোটি ডলার
পাকিস্তানে দৃষ্টি পোশাক ক্রেতাদের, রপ্তানি বেড়ে ১ হাজার ১১৪ কোটি ডলার

পাকিস্তানে দৃষ্টি পোশাক ক্রেতাদের, রপ্তানি বেড়ে ১ হাজার ১১৪ কোটি ডলার

0
  • 1 year ago,

পাকিস্তানের টেক্সটাইল এবং পোশাক রপ্তানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে টানা তৃতীয় মাসে এই খাতে দেশটির রপ্তানি বৃদ্ধির হার ছিল দুই অঙ্কের ঘরে। এটি আন্তর্জাতিক ক্রেতাদের আবার পাকিস্তানমুখী হওয়ার ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।

গত শুক্রবার পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিকস (পিবিএস) প্রকাশিত তথ্য অনুসারে, ফেব্রুয়ারিতে এ খাতের রপ্তানি ১৯ দশমিক ২০ শতাংশ বেড়ে ১৪০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার হয়েছে। গত বছরের একই মাসে যা ছিল ১১৮ কোটি মার্কিন ডলার।

যদিও ২০২৪ অর্থবছরের প্রথম আট মাসে বস্ত্র ও পোশাক রপ্তানি ০ দশমিক ৬৫ শতাংশ কমে ১ হাজার ১১৪ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছরের প্রথম আট মাসে যা ১ হাজার ১২১ কোটি মার্কিন ডলার।

বিদ্যুতের দামবৃদ্ধি এবং তারল্য সংকটের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় রপ্তানিতে এই খরা দেখা দিয়েছিল।

এদিকে কয়েক মাস আগে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় টেক্সটাইল রপ্তানিকারকদের বিদ্যুৎের ওপর শুল্কছাড় ও নগদ অর্থের প্রবাহ নিশ্চিত করতে মুলতবি করা বিক্রয় কর ফেরত দেওয়ার ঘোষণা দেয়। তবে এই সিদ্ধান্ত এখনো বাস্তবায়ন হয়নি।

পিবিএসের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে তৈরি পোশাকের রপ্তানি মূল্য ২০ দশমিক ৩২ শতাংশ এবং পরিমাণে ১৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। যেখানে নিটওয়্যারের মূল্য ২১ দশমিক ২৪ শতাংশ এবং পরিমাণে ৫২ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে। বেডওয়্যারের মূল্য ২৪ দশমিক ৫৩ শতাংশ এবং পরিমাণে ৩৮ দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তোয়ালে রপ্তানি মূল্য ১৩ শতাংশ এবং পরিমাণে ২৩ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে, যেখানে সুতি কাপড়ের দাম বেড়েছে ১২ দশমিক ১৩ শতাংশ এবং পরিমাণে ৫৮ দশমিক ৯১ শতাংশ।

তবে, এক বছর আগের তুলনায় ফেব্রুয়ারিতে সুতা রপ্তানি ৪১ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। তোয়ালে বাদে তৈরি জিনিসপত্রের রপ্তানি ২৪ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে এবং তাঁবু, ক্যানভাস এবং টারপলিন এক বছর আগের তুলনায় ফেব্রুয়ারিতে ৪৪ দশমিক ১২ শতাংশ কমেছে।

ফেব্রুয়ারি মাসে টেক্সটাইল যন্ত্রপাতির আমদানি ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি এই খাতের সম্প্রসারণ বা আধুনিকীকরণ প্রকল্পের অংশ বলে মনে করা হচ্ছে। আড়াই বছর পর টেক্সটাইল যন্ত্রপাতির বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

এই মাসে সিন্থেটিক ফাইবার আমদানি ৩৫ দশমিক ৪৪ শতাংশ, কৃত্রিম ও কৃত্রিম সিল্ক সুতা ২ দশমিক ২৩ শতাংশ এবং অন্যান্য টেক্সটাইল আইটেম ৩১ দশমিক ২২ শতাংশ বেড়েছে। কাঁচা তুলা আমদানি ৯১ দশমিক ১৮ শতাংশ কমেছে। তবে পরিধেয় কাপড়ের আমদানি ২৪ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৪ অর্থবছরের প্রথম আট মাসে মোট রপ্তানি গত বছরের তুলনায় ৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩৫ কোটি ডলার হয়েছে।