1. Home
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান সফরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান
পাকিস্তান সফরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

পাকিস্তান সফরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

0
  • 4 days ago,

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের ইসলামাবাদ সফর করেছেন।

৫ দিনের এই সফর শুরু হয়েছে ৪ জানুয়ারি ২০২৬। ইসলামাবাদে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার দেওয়া হয়। তিনি পাকিস্তান বিমান বাহিনীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। সফরে প্রশিক্ষণ ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।

তাদের আলোচনায় আসে জেএফ–১৭ থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের বিষয়। এটি চীন ও পাকিস্তানের যৌথভাবে নির্মিত একটি ফাইটার জেট। এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়নের পরিকল্পনা করছে।

এই উদ্যোগ রাশিয়ান সরঞ্জামের ওপর নির্ভরতা কমিয়ে পশ্চিমা ও চীনা প্রযুক্তির দিকে ঝোঁকার ইঙ্গিত দিচ্ছে।

পাকিস্তান–বাংলাদেশের দীর্ঘদিনের সামরিক সম্পর্কের ধারাবাহিকতাতেই এই সফর বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ মহড়ার সম্ভাবনাও আলোচনায় আছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক