1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. ‘পিঙ্ক টেস্ট’ শুরু বুধবার ভোরে
‘পিঙ্ক টেস্ট’ শুরু বুধবার ভোরে

‘পিঙ্ক টেস্ট’ শুরু বুধবার ভোরে

0
  • 1 year ago,

সিডনিতে টেস্ট ক্যারিয়ার শেষ করবেন ডেভিড ওয়ার্নার। বুধবার ভোরে শুরু হতে যাওয়া তাঁর বিদায়ী টেস্টে একটি মহৎ কাজও হতে যাচ্ছে। ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য এটাকে পিঙ্ক টেস্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। এবারের পিঙ্ক টেস্টের উদ্দেশ্য নার্সদের কল্যাণে তহবিল গঠন। সে উদ্দেশ্যে সিডনি টেস্টের তৃতীয় দিনকে ‘জেন ম্যাকগ্রা ডে’ হিসেবে পালন করা হবে।

সিডনির স্পিনিং উইকেটের কথা বিবেচনা করে এখানে লেগস্পিনার আবরার আহমেদকে খেলানোর চিন্তা করছে পাকিস্তান। তবে ইনজুরি আক্রান্ত এই লেগিকে নিয়ে তাড়াহুড়ো করবে না তারা। পুরোপুরি ফিট হলেই খেলানো হবে তাঁকে। ডান পায়ের চোটের জন্য প্রথম দুই টেস্ট খেলতে পারেননি তিনি। তবে গতকাল সোমবার নেটে লম্বা সময় স্বাচ্ছন্দ্যের সঙ্গে বোলিং করায় তাঁকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছে সফরকারীরা।

ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে সফরকারীরা। সিডনিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে তারা। এখানে একজন বিশেষজ্ঞ স্পিনার খেলানোর পরিকল্পনা করছে পাকিস্তান। আবরার খেলতে না পারলে তাদের হাতে বিকল্প রয়েছে সাজিদ খান ও মোহাম্মদ নওয়াজ। আগের দুই টেস্টে স্পিনিং অলরাউন্ডার আগা সালমানকে খেলিয়েছে তারা। তিনি রান বেশি না দিলেও উইকেট নিতে পারেননি।