
ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর গত ৮ই আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়। পুলিশ সংস্কার কমিশনের সিদ্ধান্তের আলোকে গত ৩১ অক্টোবর থেকে ‘কেমন পুলিশ চাই’ নিয়ে একটি জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ চান ৮৯.৫ শতাংশ মানুষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে পুলিশের দুর্নীতি বন্ধ চান ৭৭.৯ শতাংশ মানুষ। এছাড়া গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে চরম মানবাধিকার লঙ্ঘন বিবেচনায় অপরাধী পুলিশকে জবাবদিহি ও শাস্তির আওতায় আনার পক্ষে মত দিয়েছেন ৭৪.৯ শতাংশ।
ভুয়া বা গায়েবি মামলার ভয়ভীতির মাধ্যমে আর্থিক লেনদেন বন্ধে কার্যকর ব্যবস্থা চান ৮১.৯ শতাংশ মানুষ। মৃত ব্যক্তি, অনিবাসী বা নিরপরাধ ব্যক্তির নামে অভিযোগ দায়েরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান ৭৪.৫ শতাংশ।
তবে সংশ্লিষ্ট আইনের ধারা সংস্কার করে থানার ওসির কাছে প্রাক-যাচাইয়ের আইনগত ক্ষমতা প্রদান সমর্থন করেছেন ৬৯.২ শতাংশ মানুষ।
জরিপে ২৪ হাজার ৪৪২ জন অংশ নেন। উত্তরদাতাদের মধ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় ৮৭ ভাগ। উত্তরদাতার মধ্যে পুরুষ ছিলেন ২৩ হাজার ১৯১ জন বা ৯৫ শতাংশ। নারী ছিলেন ১ হাজার ২৫১ জন বা ৫ শতাংশ।
নিউজ টুডে, ঢাকা
সাবস্ক্রাইব করুন নিউজ টুডের ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/@NewsToday-bd