পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার, সিআইসি কর্তৃক জব্দ
- 2 months ago,
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লকারটি জব্দ করা হয়েছে।
সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা লকারের দুটি চাবির একটি তার কাছেই রয়েছে। এনবিআরের একটি টিম লকারটি জব্দ করেছে।
এনবিআর সূত্রে জানা গেছে, লকারটির নম্বর ১২৮। ধারণা করা হচ্ছে এতে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে।
লকারের ভেতরে কী রয়েছে—এ বিষয়ে জানতে চাইলে ঐ কর্মকর্তা বলেন, ‘এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে।’
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক
Related posts:
- না.গঞ্জে বিএনপির কর্মসূচিতে পদবঞ্চিতদের হামলা, নেতাদের পিটুনি
- খালেদা জিয়ার মুক্তি নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- জিয়া, এরশাদ কিংবা খালেদা কওমি মাদ্রাসার স্বীকৃতি ঝুলিয়ে রেখেছিল : তথ্যমন্ত্রী
- জাতীয় রাষ্ট্রচিন্তা পরিষদের আত্মপ্রকাশ : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি