1. Home
  2. বিশ্ব
  3. পোল্যান্ডে রাশিয়ান বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত, আর্টিকেল ৪ সক্রিয় করার পরিকল্পনা
পোল্যান্ডে রাশিয়ান বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত, আর্টিকেল ৪ সক্রিয় করার পরিকল্পনা

পোল্যান্ডে রাশিয়ান বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত, আর্টিকেল ৪ সক্রিয় করার পরিকল্পনা

0
  • 3 hours ago,

রাশিয়ার একাধিক ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করার পর বেশ কয়েকটি ভূপাতিত করার দাবি করেছে পোলিশ সেনাবাহিনী। আল-জাজিরার তথ্যমতে, একাধিকবার পোলিশ আকাশ সীমায় প্রবেশ করেছিল রাশিয়ার ড্রোন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রুশ সামরিক সম্পদের বিরুদ্ধে পোল্যান্ড এই প্রথম পদক্ষেপ নেয়।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, বুধবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ব্যাপক হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করা ড্রোন ভূপাতিত করেছে পোল্যান্ড।

ন্যাটো সদস্য এই দেশ ঘটনাটিকে ‘আগ্রাসনের ফল’ বলে উল্লেখ করেছে। এটি চলমান যুদ্ধে প্রথমবারের মতো ন্যাটোর কোনো সদস্য দেশ রাশিয়ান ড্রোনকে গুলি চালাল। পোল্যান্ড ও ন্যাটোর যুদ্ধবিমান এবং প্রতিরক্ষা ব্যবস্থাও এখন সক্রিয় করা হয়েছে।  

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, বিপুল সংখ্যক রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং যেগুলো সরাসরি হুমকি সৃষ্টি করেছে, সেগুলো ভূপাতিত করা হয়েছে।

ন্যাটোর মুখপাত্র বলেছেন, ‘ন্যাটো মহাসচিব মার্ক রুটে পোলিশ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং জোটটি পোল্যান্ডের সঙ্গে পরামর্শ করছে। ’
পোল্যান্ডের সামরিক কমান্ড জানিয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী হামলার সময় বারবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে ড্রোন। তবে এসব অনুপ্রবেশ ঠেকাতে গৃহীত অভিযান এখন শেষ হয়েছে। রাডার ১০টিরও বেশি বস্তু শনাক্ত করেছে, যেগুলো হুমকি তৈরি করেছিল সেগুলো ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পোল্যান্ডের ভূখণ্ডে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করা হয়নি।

অন্যদিকে পোল্যান্ড এই ঘটনার পর ন্যাটোর আর্টিকেল ৪ সক্রিয় করার কথা ভাবছে। আর্টিকেল ৪ হল এমন একটি ধারা, যেখানে কোনো সদস্য রাষ্ট্র মনে করলে তার ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা হুমকির মুখে, তখন ন্যাটোর সদস্যদের জরুরি বৈঠক ডাকতে পারে। এটি সরাসরি সামরিক প্রতিক্রিয়া নয়, বরং আলোচনা, সমন্বয় ও সতর্কবার্তার জন্য ব্যবহৃত হয়।

এর আগে তুরস্ক (২০১২, সিরিয়া সংঘাতের সময়) এবং বাল্টিক রাষ্ট্রগুলো (রাশিয়ার পদক্ষেপ নিয়ে) এ ধারা ব্যবহার করেছিল।

রাশিয়ান ড্রোন ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকেই কয়েকবার ইউক্রেন সীমান্তবর্তী দেশগুলোর আকাশসীমায় ঢুকেছে, যার মধ্যে পোল্যান্ড ও রোমানিয়াও রয়েছে। তবে এতদিন সেগুলো ভূপাতিত করা থেকে বিরত থেকেছে এসব দেশ।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক