
প্রতিদিন গড়ে প্রায় ৩০০ মানুষ গাজায় নিহত হয়েছে
গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সে হিসাবে গাজায় আগ্রাসন শুরু থেকে কেবল মাঝের ৭ দিনের যুদ্ধবিরতির সময়টুকু বাদে প্রতিদিন গড়ে নিহত হয়েছে প্রায় ৩০০ মানুষ। বুধবার হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
হামাসের স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া নিহতের এই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য বলেই মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক জরুরি সেবা বিষয়ক পরিচালক রিচার্ড ব্রেনান।
৭ অক্টোবর থেকেই গাজায় ভয়াবহ আক্রমণ শুরু করে ইসরাইল। প্রথমে তারা গাজার উত্তরাংশে গাজা সিটি ও এর আশপাশের অন্যান্য এলাকায় অবিরাম বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তখন গাজার দক্ষিণাংশকে নিরাপদ ঘোষণা করে উত্তরাঞ্চলের প্রায় ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণে চলে যেতে বলে।
এর পর গাজা সিটিসহ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করে ইসরাইলি বাহিনী। ব্যাপক প্রাণহানির মধ্যে গাজা সিটি চারদিক থেকে ঘিরে ফেলে স্থল অভিযান চালায়। এর পর কাতার ও মিশরের প্রচেষ্টায় ইসরাইল এবং হামাস এক সপ্তাহের একটি অস্থায়ী মানবিক বিরতিতে সম্মত হয়ে যুদ্ধ থেকে বিরত থাকে।