
বাংলাদেশের অনেক শোবিজ তারকাই এখন ভারতের পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন। এরই মধ্যে জয়া আহসান প্রায় এক দশকেরও বেশি সময় ধরে একচেটিয়া সাফল্য অর্জন করে আসছে টালিগঞ্জ তথা টালিউডে। জয়ার মতো বাংলাদেশের চাহিদা সম্পন্ন তারকা শাকিব খান অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, বিদ্যা সিনহা মিম, রাফিয়াত রশিদ মিথিলা, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরাও প্রশংসা কুড়াচ্ছেন কলকাতার সিনেমায়।
সেই তালিকায় এবার যোগ হলো ঢালিউডের এ সময়ের আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলীর নাম। প্রথমবারের মতো ওপার বাংলার সিনেমায় নাম লেখালেন এই তারকা।
‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের এই সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের তরুণ পরিচালক রাশেদ রাহা। ছবির চিত্রনাট্য সাজিয়েছেন ঢাকারই খায়রুল বাসার নির্ঝর। নতুন ছবির খবরটি নিশ্চিত করে গতকাল রোববার বুবলী বলেন, আমার প্রথম কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ শুরু করতে যাচ্ছি। অনুগ্রহ করে সবাই আমাকে সবসময়ের মতো আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।’
বুবলী জানালেন, এই ছবিতে তার সঙ্গে আছেন টালিউডের কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা কৌশিক গাঙ্গুলি। এ ছাড়া ‘মন্টু পাইলট’-খ্যাত হালের তারকা সৌরভ দাসকেও দেখা যাবে। ছবিটির প্রযোজনায় রয়েছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট।
এদিকে কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেল, থ্রিলারধর্মী এই ছবির কেন্দ্রে এক লেখক। সেই চরিত্রে অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি। ডিকে নামের এক ভবঘুরের ভূমিকায় সৌরভ আর বুবলীর চরিত্রের নাম শ্বেতা। তিন ভিন্ন ধারার মানুষের জীবন অদ্ভুতভাবে এক বিন্দুতে মিলিত হয়।
ছবির পরিচালক রাশেদ রাহা বলেন, ছবিতে ‘অঞ্জন’ চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। তার বিসর্জন বিজয়ার পরে দেখেছি। তখন থেকেই গুণমুগ্ধ। এবার সামনে থেকে অভিনয় দেখলাম। পরিচালনার বদলে অভিনয় নিয়ে থাকলে একইভাবে কৌশিকদা জনপ্রিয় হতেন। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও বুবলী অসাধারণ। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। সেখানে দেখা যাবে একঝাঁক তারকা অভিনেতাকে। তাদের নাম ক্রমশ প্রকাশ্য।
বুবলীকে নেওয়ার কারণ জানিয়ে নির্মাতা রাশেদ রাহা বলেন, ছবিতে বুবলীর চরিত্রের নাম শ্বেতা। এই চরিত্রটির জন্য আমাদের বিবেচনায় অনেকেই ছিল, তবে আমাদের মনে হয়েছে বুবলী ভালো করবে। সে যথেষ্ট পরিশ্রমী ও দায়িত্বশীল। এখন পর্যন্ত তার যতগুলো দৃশ্য সম্পন্ন হয়েছে আমরা সন্তুষ্ট ও ভীষণ আশাবাদী।
জানা গেছে, ইতোপূর্বে কলকাতার বিভিন্ন স্থানে ছবির অধিকাংশ চিত্রায়ণ শেষ হয়েছে। বাকি রয়েছে ক্লাইম্যাক্স দৃশ্য। সেটার জন্য আগামী সপ্তাহেই পুরো টিম যাবে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে। নির্মাণ শেষে ছবিটি ভারতেই মুক্তি পাবে।