
প্রমাণের দায় এবং সফলতা অর্জন পরিপূরক
অ্যাডভোকেট আইরিন আক্তার
আপনি নিজেকে কতটুকু প্রমাণ করতে পেরেছেন সেটা নির্ভর করবে আপনার পারিপার্শ্বিকতার ওপর। আপনার অসম্ভব মেধা, একবার দেখলেই করে ফেলতে পারবেন, সেই উচ্চমানের কনফিডেন্ট আপনার আছে। কিন্তু এক বা একাধিক ব্যক্তি; যারা আপনার পাশেই থাকে, হতে পারে পরিবারে, হতে পারে কর্মস্থলে অথবা অন্য কোন স্থলে, সব জায়গায় নিজেকে প্রমাণ দিতে-দিতে আপনি ক্লান্ত হয়ে যাবেন।
আপনি সরল হবেন, কিন্ত কারো চোখের ভাষা, মুখের কথা বুঝবেন না এটা অসম্ভব। বাস্তবতা হলো, পৃথিবীর সবচেয়ে সরল মানুষটিও অন্যের বডি ল্যাংগুয়েজ ও কৌশল করে বলা কথার অর্থ বুঝে।
আপনি অতি সরল তাই কারও কিছুই করতে পারবেন না। দিন শেষে প্রমাণ করে ছাড়বে, আপনি অদক্ষ, আপনি ভুলোমনা , অপারগ, কিছুই হবে না আপনার দ্বারা। এসবের ফলে আপনাকে হীনমন্যতা আঁকড়ে ধরবে। আপনারও মনে হবে আপনি কিছুই পারেন না।
কিন্তু এই আপনিই যদি আপনার পাশের মানুষ দ্বারা একটু সহযোগিতা এবং উৎসাহ পেতেন, দেখতেন আপনি কোথায় চলে গিয়েছেন। আবার কিছু মানুষ, যারা ভালোর সেরা। ঐ মানুষগুলো আল্লাহ প্রদত্ত নেয়ামত, আপনার জন্য। তবে হাল ছেড়ে দেওয়া নাবিকের মত হবেন না। আপনার পেছনে লেগে থাকা মানুষগুলোই ক্লান্ত হয়ে যাবে। সৎ থাকবেন, সততা আপনাকে উচ্চ শিখরে পৌঁছে দিবে ইনশা আল্লাহ।
সরল মানুষকে যারা ঠকাবে, পেছনে ফেলে দিবে, তবু তাদের অন্তর জানবে, ঐ সরল মানুষটিই আসলে ভালো মানুষ। এটাই আপনার অর্জন। সততা মানুষের অহংকারের জায়গা হলে, আর আল্লাহর কাছে নিজের করা কর্ম, পরিস্কার থাকলে,আপনি নিশ্চিত জয়ী হবেন ইনশা আল্লাহ।
লেখক: আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা
নিউজ টুডে/ক্যারিয়ার টিপস