প্রার্থিতা প্রত্যাহার শেষে নির্বাচনে রইলেন ১৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী
গতকাল মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বৈধ হয়েও এই দিন ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তাদের দল বা জোটের কারনে।
প্রার্থিতা প্রত্যাহারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে এখন আছেন ১ হাজার ৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী। আর মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ৩০৫ জন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) ডি এম আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ইসির দেয়া তথ্য বলছে, মঙ্গলবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন বৈধ হয়েও দলীয় কারণে ৩০৫ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এবার মনোনয়নপত্র গ্রহণ করেন ৩ হাজার ৪২২ জন। মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ২ হাজার ৫৮৫ জন। বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৫৮ জন। বাতিলকৃত মনোনয়নপত্র ৭২৬টি। আপিল দাখিলের সংখ্যা ৬৩৯। আর আপিলে প্রার্থিতা ফেরত পেয়েছেন ৪৩১ জন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক