1. Home
  2. বিশ্ব
  3. ফিলিস্তিন: পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিন: পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিন: পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত

0
  • 11 months ago,

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিন শহরের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনী তথাকথিত অভিযানে অন্তত ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১২ জন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও আছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের দাবি, জেনিন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠেছিল। আর সেখান থেকে তাদের সরানোর লক্ষ্যেই আজ মঙ্গলবার সকালে এই ‘কাউন্টার টেররিজম’ অভিযান শুরু করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী জেনিনের শরণার্থীশিবিরে অভিযান শুরুর অল্প পরেই ইসরায়েলি বাহিনী সদস্য ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় জেনিনে অন্তত ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১২ জন।

নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন শিক্ষক ও একজন শিক্ষার্থী বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া আহতের মধ্যেও বেশ কয়েকজন শিক্ষার্থী আছে। তাঁরা আরও জানিয়েছে, ইসরায়েলি অভিযানের কারণে শরণার্থীশিবিরটির একটি বিদ্যালয় থেকে সব শিক্ষক-শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়।

এদিকে, আজ মারা যাওয়া ৭ জনসহ গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। নিহতদের এক-তৃতীয়াংশই শিশু। এ ছাড়া, ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।