1. Home
  2. জাতীয়
  3. ফেব্রুয়ারিতে একটি প্রহসন মূলক নির্বাচন হতে যাচ্ছে: জিএম কাদের
ফেব্রুয়ারিতে একটি প্রহসন মূলক নির্বাচন হতে যাচ্ছে: জিএম কাদের

ফেব্রুয়ারিতে একটি প্রহসন মূলক নির্বাচন হতে যাচ্ছে: জিএম কাদের

0
  • 3 weeks ago,

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে নির্বাচনের নামে প্রহসন বলে মন্তব্য করেছেন। এবার সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় জিএম কাদের এসব কথা বলেন।

এ সময় জিএম কাদের বলেন, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, সেটার বিষয়ে আমাদের মতামত হলো, এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। কেননা, শেখ হাসিনা সরকারের যে নির্বাচন নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিল যেখানে দল তার প্রতিপক্ষে নিজের দলের লোকের সঙ্গেই কম্পিটিশন করেছিল। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে তারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করেই। এখনো মোটামুটি সরকারি দল এবং আধা-সরকারি দল এই দুটোর মধ্যেই নির্বাচন হচ্ছে।

তিনি আরও বলেন, সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ একেবারে নিউট্রাল গভর্মেন্টের আন্ডারে হয় তাহলে একপাশে থাকে একপক্ষ, আরেকপাশে থাকে তার প্রতিপক্ষ। এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ-সরকারি পক্ষ এই ধরনের দুটি দলের কম্পিটিশন হচ্ছে। আমরা সেভাবে প্রতিপক্ষ দেখছি না। যে কারণে আমরা মনে করি এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক