1. Home
  2. প্রযুক্তি
  3. ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের উদ্যোগ
ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের উদ্যোগ

ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের উদ্যোগ

0
  • 1 week ago,

ফ্রান্স সরকার ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং হাই স্কুলে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করার উদ্যোগ নিয়েছে। এ সংক্রান্ত একটি বিল আগামী জানুয়ারিতে সংসদে পরীক্ষা-নিরীক্ষার জন্য উপস্থাপন করা হবে। সূত্র: আনাদলু এজেন্সি।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আইনটি পাস হলে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো, শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যম ও অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের নেতিবাচক প্রভাব কমানো।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অল্প বয়সে অতিরিক্ত অনলাইন উপস্থিতি মানসিক চাপ, উদ্বেগ ও মনোযোগে ঘাটতির ঝুঁকি বাড়ায়—এমন উদ্বেগ থেকেই এই কঠোর পদক্ষেপের চিন্তা করা হচ্ছে।

আইনটি কার্যকর হলে স্কুল পরিবেশে পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলে সরকার আশা করছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক