
নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নে একাধিক মাটির রাস্তা টেকসই উন্নয়নের কাজ শুরু হয়েছে।২০২৪-২০২৫ অর্থবছরের ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে একাধিক কাঁচা রাস্তা আধাপাকা (হেরিং বোন বন্ড ) করণের কাজ উদ্বোধন করা হয় গত মঙ্গলবার।
উক্ত উন্নয়ন প্রকল্পের আওতায় বোর্নী গ্রামে ইউনুস আলীর বাড়ি থেকে ব্যাপটিস্ট মিশনের বার্নাডের বাড়ি পর্যন্ত সড়ক, সংগ্রামপুর গ্রামের রাজাপুর পাকা রোড সংলগ্ন নুর মোহাম্মদের বাড়ি হতে মিসকিন রেজাউলের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তা এবং চৌমুহানে বেলালের বাড়ির সামনের রাস্তার মাথা থেকে মোর্শেদ আলীর বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ উদ্বাধন করা হয়।
উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন জোনাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান। তিনি কোদাল দিয়ে প্রতীকী কাজের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব সঞ্চয় কুমার চাকী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর মাহবুবুল আলম, ইউপি সদস্য আনিসুর রহমান, আলী আশরাফ, রতন, ফারুক ও কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম, লোকমান হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রতিবেদক: মোঃ জাহাঙ্গীর আলম
নিউজ টুডে বিডি/সারাদেশ-জেলার খবর