1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা
  4. বিড়ালের কামড়ে যুবকের মৃত্যু
বিড়ালের কামড়ে যুবকের মৃত্যু

বিড়ালের কামড়ে যুবকের মৃত্যু

0
  • 7 days ago,

ঝালকাঠিতে বিড়ালের কামড়ে জলাতঙ্ক (রেভিস) রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কাজী মনিরুজ্জামান মান্না(৩৪) নামের এক যুবক। তিনি ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার বাকলাই ফাঁড়িতে বসবাস করতেন। কিছুদিন আগে বিকাশের ঝালকাঠি ব্রাঞ্চে সুপারভাইজার হিসেবে যোগ দিয়েছিলেন মান্না। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত।

একমাস আগে এক বিকেলে নিজ এলাকার একটি বিড়ালকে আদর করছিলেন, সে সময় বিড়ালটি হঠাৎ তাকে কামড় দেয়। আশপাশে থাকা লোকজন দ্রুত এসে তার হাত কামড়ে থাকা বিড়ালটিকে ছাড়িয়ে নেয়। এসময় অনেকে তাকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। কিন্তু বিড়ালের কামড় বলে তিনি  বিষয়টিকে হালকা ভাবে নেন, এবং কোন ধরনের চিকিৎসা গ্রহণ করেন নি।

কিন্তু পরবর্তীতে অসুস্থ বোধ করলে তিনি চিকিৎকের কাছে গেলেও তখন অনেক দেরি হয়ে যায়। 

এলাকায় একজন সদালাপী ও পরোপকারী লোক হিসেবে পরিচিত ছিলেন মান্না। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে এলাকাবাসী বিড়ালের কামড়কে গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি মনে করছেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক