1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. বিপিএলে নোয়াখালীর কোচের দায়িত্ব ছাড়তে চান সুজন
বিপিএলে নোয়াখালীর কোচের দায়িত্ব ছাড়তে চান সুজন

বিপিএলে নোয়াখালীর কোচের দায়িত্ব ছাড়তে চান সুজন

0
  • 2 weeks ago,

এবারের বিপিএলে প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ফ্র্যাঞ্চাইজিটির কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আসে নোয়াখালী এক্সপ্রেস। স্টেডিয়ামের আউটার মাঠে ক্রিকেটাররা অনুশীলনের জন্য নেমেছিলেন। তবে হঠাৎ করে রেগে যান দলের কোচ সুজন। এক পর্যায়ে স্টেডিয়াম ছেড়ে হাঁটা দেন তিনি।

এ সময় কোথায় যাচ্ছেন তিনি—এমন প্রশ্ন করতেই ক্ষুব্ধ সুজন বলেন,  ‘আমি কোনোভাবেই বিপিএল করবো না।’ এমনকি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে থাকতে চান না বলেও জানান সুজন।

সুজন রেগে মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়ার সময় নোয়াখালী এক্সপ্রেসের কয়েকজন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। নোয়াখালীর সহকারী কোচ তালহা জুবায়েরকে নিয়ে সিএনজিতে করে মাঠ ছেড়ে চলে যান সুজন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক