1. Home
  2. জাতীয়
  3. বিপৎসীমার উপরে তিস্তার পানি
বিপৎসীমার উপরে তিস্তার পানি

বিপৎসীমার উপরে তিস্তার পানি

0
  • 2 months ago,

পাহাড়ি ঢল, টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও ভারতের গজলডোবা থেকে আসা পানির  কারনে তিস্তা নদীর পানি আরও বেড়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে দুপুর ১২টায় ১৮ সেন্টিমটার উপর দিয়ে প্রবাহিত হয়। সকাল ৬টায় উত্তরাঞ্চলের নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার (৫২.১৫) ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

বুধবার সকালে বিপৎসীমা অতিক্রম করে পানি ৭ সেন্টিমিটার উপরে উঠেছিল, পরে তা নেমে আসে ৪ সেন্টিমিটারে। তবে রাতের বৃষ্টি ও উজানের ঢলে বৃহস্পতিবার তা বেড়ে ১৮ সেন্টিমিটার উপরে পৌঁছায়। পানির প্রবাহ নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারেজের নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে ৪৪টি স্লুইচগেট খুলে দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এলাকাগুলো প্লাবিত হচ্ছে।

এদিকে তিস্তার পানি বৃদ্ধির ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলের বসতবাড়ি, ফসলি জমি তলিয়ে গেছে।

সূত্রমতে, ভারতের গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রায় ৪ হাজার কিউসেক পানি ছাড়া হয়। পানি ছাড়া অব্যাহত থাকলে তিস্তার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়ে ভয়াবহ অবস্থা হতে পারে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক