1. Home
  2. বিশ্ব
  3. বিবিসির বিরূদ্ধে ট্রাম্পের বক্তব্য বিকৃত করার অভিযোগ
বিবিসির বিরূদ্ধে ট্রাম্পের বক্তব্য বিকৃত করার অভিযোগ

বিবিসির বিরূদ্ধে ট্রাম্পের বক্তব্য বিকৃত করার অভিযোগ

0
  • 3 hours ago,

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণকে ইচ্ছাকৃতভাবে কাটছাঁট করে এমনভাবে প্রচার করেছে, যাতে মনে হয় তিনি ক্যাপিটল ভবনে হামলার জন্য সমর্থকদের উসকানি দিয়েছিলেন।

অভিযোগের বিবরণ: বিবিসির প্যানোরমা (Panorama) প্রোগ্রামে ট্রাম্পের ভাষণ থেকে বিভিন্ন সময়ের ক্লিপ জোড়া লাগিয়ে এমন একটি উপস্থাপনা তৈরি করা হয়, যেখানে তাকে বলতে শোনা যায় – যুদ্ধের মতো লড়ো (fight like hell)। কিন্তু প্রতিবেদনে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়েছিল তার পরের অংশ, যেখানে তিনি আসলে বলেন – শান্তিপূর্ণ ও দেশপ্রেমিক হিসেবে তোমাদের মত প্রকাশ করো (to peacefully and patriotically make your voices heard)।

এছাড়াও, প্রতিবেদনে যে দাঙ্গার ভিডিও দেখানো হয়েছিল, তার অনেক ফুটেজ ট্রাম্প বক্তৃতা শুরু করার আগেই ধারণ করা হয়েছিল।

এই প্রতিবেদন প্রকাশের আগে বিবিসির ভেতরের কয়েকজন সাংবাদিক এই বিকৃতি নিয়ে আপত্তি তুলেছিলেন। কিন্তু শীর্ষ কর্মকর্তারা তা অগ্রাহ্য করেন। এবং প্রতিবেদনটি ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয়।

সূত্র: The Telegraph

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক