
ছোট পর্দার চলমান সময়ের শীর্ষ চাহিদাসম্পন্ন মডেল-অভিনেত্রী তাসনিয়া ফারিন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নিয়মিত কাজ করছেন তিনি। গত বছর তার ক্যারিয়ারে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। সংসার জীবন শুরুর পাশাপাশি পেরিয়েছেন ছোট পর্দার গণ্ডিও। ক্যারিয়ারে প্রথমেই পশ্চিমবঙ্গে কাজ করে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছেন এই অভিনেত্রী।
বিয়ের পর তাসনিয়া ফারিনের ক্যারিয়ার আরেক দফা বদলে গেছে। এই তারকার ভাষ্য, ‘বিয়ে আমার জন্য আশীর্বাদ। বিয়ের পর আরও ভালো ভালো গল্প ও চরিত্রের পাশাপাশি খ্যাতিমান নির্মাতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি।’
সেই ধারাবাহিকতায় এবার নতুন বছরের শুরুতেই নতুন এক খবর দিলেন ফারিন। জানালেন, খুব শিগগিরই তার অভিনীত নতুন ওয়েবফিল্ম ‘অসময়’ মুক্তি পাচ্ছে দেশীয় প্ল্যাটফর্ম বঙ্গতে। এটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ওয়েবফিল্মটির ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে, বড় এক ময়লার স্তূপে পরিত্যক্ত ট্র্যাংকের ওপর সেজেগুজে বসে আছেন তাসনিয়া ফারিন। তার পেছনে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন ফিল্মের অন্য কলাকুশলীরা।
এই পোস্টারটি শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফারিন ফেসবুকে লিখেছেন, ‘নতুন বছরের নতুন কাজ। নতুন বছরে সুসময়ের প্রত্যাশায় কাজল আরেফিন অমির ‘অসময়’ আসছে। এতে আরও অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, মনিরা মিঠু, ইরেশ যাকের, রুনা খান, ইন্তেখাব দিনার, শাহেদ আলী, শরাফ আহমেদ জীবন, লামীমা লাম, জিয়াউল হক পলাশ, ইসরাত জাহিন আহমেদ প্রমুখ।’
‘অসময়’ সম্পর্কে নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘অসময়’ এই সময়ের গল্প। এখানে মূলত সোসাইটির গল্প দেখানো হয়েছে। আমরা যেটা না, কিন্তু সেটা দেখানোতেই বেশি পটু! সমাজের শো-অফের কিছু বিষয় নিয়েই অসময়-এর গল্প সাজিয়েছি।’ কাজল আরেফিন অমি দর্শকদের কাছে মূলত কমেডি ঘরানার নাটকের নির্মাতা হিসেবেই বেশি পরিচিত। এবার ‘অসময়’ ওয়েবফিল্মে কমেডির পাশাপাশি বর্তমান সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে বলেও জানান নির্মাতা।
অন্যদিকে ফারিনের কথায়, ‘আমাকে বিশ্বাস করার জন্য আমার নির্মাতা এবং আমাকে গ্রহণ করার জন্য প্রিয় দর্শকদের অনেক ধন্যবাদ। অসময় আসছে, আশা করি এটি দর্শকদের ভালো লাগবে।
গত বছরের শেষ দিকে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে ফারিন অভিনীত ওয়েবফিল্ম ‘বাবা সামওয়ানস ফলোয়িং মি’। শিহাব শাহীন পরিচালিত এই ফিল্মে ফারিনের অভিনয় মুগ্ধতা ছড়াচ্ছে দর্শক মহলে।