
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুদ্ধক্ষেত্রে নিয়মিত এআই-চালিত ড্রোন ব্যবহার করছে ইউক্রেন
- 4 days ago,
এই প্রযুক্তি মূলত স্থানীয় স্টার্টআপ Swarmer তৈরি করেছে। যারা এমন সফটওয়্যার বানিয়েছে, যা ড্রোনগুলোকে একসঙ্গে সমন্বয় করে কাজ করতে এবং আঘাত হানার সময় নির্ধারণ করতে সক্ষম করে।
একজন ইউক্রেনীয় সেনা কর্মকর্তা জানিয়েছেন:
“আপনি শুধু লক্ষ্য ঠিক করবেন, বাকি কাজ ড্রোনগুলো নিজেরাই করবে।”
ইউক্রেন এ পর্যন্ত ১০০ বারেরও বেশি এই প্রযুক্তি ব্যবহার করেছে।
সাধারণত ৩ থেকে ৮টি ড্রোন একসঙ্গে ব্যবহার করা হয়, তবে পরীক্ষামূলকভাবে ২৫টি পর্যন্ত ড্রোন একসঙ্গে চালানো হয়েছে।
বর্তমানে ১০০টিরও বেশি ড্রোনের সমন্বয় করে পরীক্ষা চলছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক