
- 2 years ago,
নতুন একটি মাইলফলকে পৌঁছালো অ্যাপল। আইফোন, আইপ্যাড, ম্যাক এবং অন্যান্য ডিভাইস মিলিয়ে অ্যাপলের এখন মোট সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি। এই সংখ্যা থেকে বোঝা যায়— কত দ্রুত অগ্রগতি হচ্ছে প্রতিষ্ঠানটির বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ভার্জ।
কেননা, ২০২০ সালে এই সংখ্যা ছিল ১৫০ কোটিতে। আর ২০১৬ সালে এটি ছিল ১০০ কোটিতে। বিশেষ করে ২০২১ সালে ১৮০ কোটি সক্রিয় ব্যবহারকারীর পরে খুব দ্রুতই তা ২০০ কোটিতে পৌঁছেছে বলে জানায় সংবাদ মাধ্যমটি।
সম্প্রতি অ্যাপলের প্রকাশিত প্রথম ত্রৈমাসিকের একটি রিপোর্ট থেকে তথ্যটি জানায় গিয়েছে। প্রতিষ্ঠানটি সিইও টিম কুক জানায়, এই ডিসেম্বর ত্রৈমাসিকে আমরা একটি বড় মাইলফলক অর্জন করেছি। সেটা হলো— এখন আমাদের সক্রিয় ব্যবহারকারী দুই বিলিয়নে পৌঁছেছে।