1. Home
  2. প্রযুক্তি
  3. বেইজিং চায় টিকটকের যুক্তরাষ্ট্র কার্যক্রমে চীনা আইনের প্রতি সম্মান
বেইজিং চায় টিকটকের যুক্তরাষ্ট্র কার্যক্রমে চীনা আইনের প্রতি সম্মান

বেইজিং চায় টিকটকের যুক্তরাষ্ট্র কার্যক্রমে চীনা আইনের প্রতি সম্মান

0
  • 2 weeks ago,

চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক যৌথ উদ্যোগ (Joint Venture) সংক্রান্ত পরিকল্পনা যেন চীনা আইন মেনে এবং সব পক্ষের স্বার্থের ভারসাম্য বজায় রেখে সমাধান করা হয়।

একই সঙ্গে ওয়াশিংটনের প্রতি চীনা কোম্পানিগুলোর জন্য ন্যায্য ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বেইজিং।

মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে চীন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া সমঝোতার পর দুই দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি প্রাথমিক কাঠামোয় পৌঁছেছে। এই কাঠামোর আওতায় টিকটকের যুক্তরাষ্ট্রে কার্যক্রমসহ বিভিন্ন জটিল বিষয় সঠিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

চীনা কর্তৃপক্ষের মতে, এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক বাণিজ্যনীতি, সংশ্লিষ্ট দেশের আইন এবং সংশ্লিষ্ট সব পক্ষের বৈধ স্বার্থকে গুরুত্ব দেওয়া জরুরি। তারা আশা প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্র সরকার রাজনৈতিক বা বাণিজ্যিক চাপ না দিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক