1. Home
  2. বিশ্ব
  3. ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও যেকারণে টিকে আছে ইরানে শীর্ষ নেতৃত্ব
ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও যেকারণে টিকে আছে ইরানে শীর্ষ নেতৃত্ব

ব্যাপক বিক্ষোভ সত্ত্বেও যেকারণে টিকে আছে ইরানে শীর্ষ নেতৃত্ব

0
  • 2 weeks ago,

অর্থনৈতিক বিপর্যয়ের প্রতিবাদে ইরানজুড়ে টানা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চললেও দেশটির ক্ষমতাসীন শাসনব্যবস্থার শীর্ষ পর্যায়ে এখনো কোনো ভাঙনের ইঙ্গিত দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, এর প্রধান কারণ হলো ইরানের শক্তভাবে গড়ে ওঠা নিরাপত্তা রাষ্ট্রব্যবস্থা, যা এখনও পুরোপুরি ঐক্যবদ্ধ ও অনুগত রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা কাঠামোর মূল স্তম্ভ—ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং তাদের সহযোগী আধাসামরিক সংগঠন বাসিজ—সরকারের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখেছে। এই বাহিনীগুলোর নিয়ন্ত্রণ ও প্রভাব এতটাই গভীর যে, চলমান বিক্ষোভ শাসনব্যবস্থার কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারেনি।

বিশ্লেষকরা মনে করছেন, অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষের অসন্তোষ বাড়লেও, নিরাপত্তা বাহিনীর ঐক্য ও কঠোর অবস্থান শাসকগোষ্ঠীকে আপাতত স্থিতিশীল রেখেছে। ফলে দেশজুড়ে বিক্ষোভ চললেও ক্ষমতার শীর্ষ স্তরে তাৎক্ষণিক কোনো পরিবর্তনের সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক