1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. ব্রাজিলের ইতিহাস গড়া বিচার
ব্রাজিলের ইতিহাস গড়া বিচার

ব্রাজিলের ইতিহাস গড়া বিচার

0
  • 4 days ago,

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর মেসিয়াস বলসোনারো ও তার ঘনিষ্ঠ সাত সহযোগীর বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে ঐতিহাসিকভাবে ট্রায়াল শুরু হয়েছে।

অভিযুক্তদের মধ্যে শীর্ষ জেনারেলসহ সেনাবাহিনীর প্রভাবশালী কর্মকর্তারাও রয়েছেন।

এই শেষ ধাপের শুনানি ১২ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই বিচারপ্রক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নজরদারির মধ্যে পরিচালিত হচ্ছে, যিনি এই মামলাকে তাঁর ব্রাজিলের মিত্রের বিরুদ্ধে ‘উইচ হান্ট’ হিসেবে অভিহিত করেছেন।

এই মামলাকে কেন্দ্র করে ব্রাজিলের আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। একই সঙ্গে মামলার বিচারক সুপ্রিম কোর্টের আলেকজান্দ্রে দে মোরায়েসকে নিষেধাজ্ঞার আওতায় এনেছেন এবং তাঁর বেশির ভাগ সহকর্মীর ভিসা বাতিল করেছেন।

ব্রাজিলের ইতিহাসে প্রথমবারের মত এত উচ্চপর্যায়ের রাজনীতিক ও সামরিক কর্মকর্তারা গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন।

ব্রাজিলের সুপ্রিম কোর্টে চলা অনেক হাই প্রোফাইল মামলার মতো এই বিচারও সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে লাখ লাখ ব্রাজিলিয়ান তাঁদের টিভি ও ফোনে দেশটির গভীরভাবে বিভাজিত রাজনৈতিক ইতিহাসের আরেকটি নাটকীয় অধ্যায়ের সাক্ষী হবেন।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর ক্ষমতা ধরে রাখতে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার পরিকল্পনা করেছিলেন। বলসোনারো অভিযোগ অস্বীকার করলেও স্বীকার করেছেন যে, তিনি লুলার জয় ঠেকাতে কিছু “বিকল্প উপায়” খুঁজছিলেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক