
ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে খুশি ফারুক, জাতীয় নির্বাচনেও চান এই পদ্ধতি
সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী, দৃষ্টিপ্রতিবন্ধী ফারুক হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্রেইল পদ্ধতিতে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় নির্বাচনেও এই পদ্ধতি চালু হবে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাবির উদয়ন স্কুল কেন্দ্রে ব্রেইল পদ্ধতিতে ভোট দেন ফারুক। ভোটদানের পর তিনি সাংবাদিকদের জানান, এটা তার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতা। তিনি অত্যন্ত খুশি। প্রথম শ্রেণি থেকে যে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করেছেন, আজ সেই পদ্ধতিতেই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
তিনি আরও বলেন, এটি আমাদের জন্য একটি বড় অগ্রগতি। আমি ডাকসু কর্তৃপক্ষ এবং যারা এই উদ্যোগের সঙ্গে জড়িত, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আজ সকাল ৮টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক