1. Home
  2. বিশ্ব
  3. ভারত
  4. ভারতে লোকসভা নির্বাচনে ভোট দিলেন মোদি
ভারতে লোকসভা নির্বাচনে ভোট দিলেন মোদি

ভারতে লোকসভা নির্বাচনে ভোট দিলেন মোদি

0
  • 12 months ago,

ভারতের লোকসভা নির্বাচনে আজ মঙ্গলবার ভোট দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লোকসভার তৃতীয় দফার ভোট হচ্ছে আজ। এই পর্বে ভোট হচ্ছে লোকসভার ৯৩ আসনে। এর মধ্যে রয়েছে গোটা গুজরাট রাজ্য।

গুজরাটের আহমেদাবাদ শহরের একটি ভোটকেন্দ্রে আজ সকালে ভোট দেন মোদি। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে তিনি অমোচনীয় কালি লাগানো হাতের আঙুল তুলে ধরেন। এ সময় তাঁর সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন।

ভোট দেওয়ার পর মোদি তাঁর এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছি।’

সবাইকে ভোট দিতে অনুরোধ জানান মোদি। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান তিনি।

মোদির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাত দফার এই নির্বাচনে সহজ জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।

আজ গুজরাট ছাড়াও কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, আসাম, গোয়া, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যে ভোট হচ্ছে। এ ছাড়া ভোট হচ্ছে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা-নগর হাভেলি ও দমন-দিউয়ে।

আজ যে ৯৩ আসনে ভোট হচ্ছে, তার মধ্যে ৮০ আসনে গতবার বিজেপি ও তাদের শরিকেরা জিতেছিল। কংগ্রেস জোট পেয়েছিল মাত্র ১১ আসন।

গুজরাটের ২৬ আসনের মধ্যে ২৫ আসনে ভোট হচ্ছে। রাজ্যের সুরাট আসনে বিজেপির প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। গতবার রাজ্যের সব আসনে বিজেপি জিতেছিল।