1. Home
  2. বিশ্ব
  3. ভেনেজুয়েলার বিরোধীদল মাদুরোকে অপসারণে চান যুক্তরাষ্ট্রের সহায়তা, মাদুরো প্রস্তুত জরুরি অবস্থা জারি করতে
ভেনেজুয়েলার বিরোধীদল মাদুরোকে অপসারণে চান যুক্তরাষ্ট্রের সহায়তা, মাদুরো প্রস্তুত জরুরি অবস্থা জারি করতে

ভেনেজুয়েলার বিরোধীদল মাদুরোকে অপসারণে চান যুক্তরাষ্ট্রের সহায়তা, মাদুরো প্রস্তুত জরুরি অবস্থা জারি করতে

0
  • 3 weeks ago,

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে এডমুন্ডো গনজালেজকে রাষ্ট্রপ্রধান হিসেবে বসানোর জন্য।

এর আগে গনজালেজকে গত বছরের জাতীয় নির্বাচনে বৈধ বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছিল অনেক দেশ।

এদিকে এখন বিরোধী দল ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে এবং ইতোমধ্যে একটি ১০০ ঘণ্টার ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত পরিকল্পনা তৈরি করেছে। এতে বিশেষভাবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মিত্রদের অংশগ্রহণের কথা বলা হয়েছে, যাতে মাদুরো পতনের পর “শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর” নিশ্চিত করা যায়।

মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কয়েকজন কর্মকর্তাও ভেনেজুয়েলায় শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে জোর দিচ্ছেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের “আগ্রাসন” চালায়, তাহলে তিনি ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত। এর অংশ হিসেবে তিনি একটি নিরাপত্তা ডিক্রি স্বাক্ষর করেছেন, এতে রয়েছে যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ করে তবে তার হাতে অতিরিক্ত ক্ষমতা চলে আসবে।

এই ক্ষমতার মধ্যে রয়েছে—

১. সশস্ত্র বাহিনীকে পুরোপুরিভাবে নিজের মতো করে মোতায়েন করার ক্ষমতা,

২. দেশের তেল খাতের নিয়ন্ত্রণ নেওয়া,

৩. সব ধরনের জনসেবা (public services) সরাসরি নিয়ন্ত্রণ করা।

সূত্র: দ্যা নিউইয়র্ক টাইমস & আরটি নিউজ

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক