ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার (৩ জানুয়ারি) ভোরে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণের পর রাজধানীর আকাশ ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনার পরপরই কারাকাসের দক্ষিণ অঞ্চলের একটি বিশাল সামরিক ঘাঁটির আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার কূটনৈতিক ও সামরিক সম্পর্কের চরম অবনতির এই সময়ে রাজধানীর বুকে এই ধরনের রহস্যময় বিস্ফোরণ জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।
আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, শনিবার ভোরে হঠাৎ করেই পর পর কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে কারাকাস। প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে শহরের বিস্তীর্ণ এলাকা থেকে তা অনুভূত হয়েছে। বিশেষ করে শহরের দক্ষিণাংশ, যেখানে একটি গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তর অবস্থিত, সেই এলাকাটি বর্তমানে পুরোপুরি অন্ধকারে ডুবে আছে।
বিস্ফোরণগুলো কোনো বিমান হামলা নাকি অভ্যন্তরীণ কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ, সে বিষয়ে এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এই বিস্ফোরণের ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মাদক পাচার এবং তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসনের সঙ্গে ওয়াশিংটনের সংঘাত চরমে পৌঁছেছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক