1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র সঙ্কটঃ ক্যারিবিয়ান অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি
ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র সঙ্কটঃ ক্যারিবিয়ান অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি

ভেনেজুয়েলা–যুক্তরাষ্ট্র সঙ্কটঃ ক্যারিবিয়ান অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি

0
  • 2 weeks ago,

ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, কারণ যুক্তরাষ্ট্র মাদক পাচার দমনের নামে ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধজাহাজ ও সামরিক যান মোতায়েন করেছে। এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কলম্বিয়া সীমান্তে ১৫ হাজার সেনা মোতায়েন করেছেন এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে চীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরোধিতা করেছে এবং ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে।

উত্তেজনার কারণ

যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি:
  যুক্তরাষ্ট্র ড্রাগের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে ভেনেজুয়েলার কাছে ৩টি ডেস্ট্রয়ার জাহাজ, একটি সাবমেরিন, P-8 বিমান এবং ৪,০০০ সেনা (যার মধ্যে ২,২০০ মেরিন) মোতায়েন করেছে। একই সাথে ওয়াশিংটন দাবি করেছে যে, প্রেসিডেন্ট মাদুরো নিজেই কোকেন পাচারের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতারের জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।

ভেনেজুয়েলার প্রতিক্রিয়া:
এই মার্কিন সামরিক উপস্থিতির প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কলম্বিয়া সীমান্তে ১৫ হাজার সেনা মোতায়েন করেছেন এবং ড্রোন ও বিমান ব্যবহারের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রকে “কড়া বার্তা” দিয়েছেন। নিরাপত্তা কারণে তিনি আগামী

৩০ দিনের জন্য ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং ভেনেজুয়েলা আঞ্চলিক জলসীমায় যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করেছে, যা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির জবাব।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া 

চীন:
চীন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে, এটিকে জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে।

জাতিসংঘ:
ভেনেজুয়েলার রাষ্ট্রদূত ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ এনেছেন এবং এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন।

ভবিষ্যৎ সম্ভাবনা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মেক্সিকো ও ইকুয়েডর সফরে যাচ্ছেন, যা আঞ্চলিক শান্তি ও সহযোগিতা বৃদ্ধির একটি অংশ হতে পারে। 

যুক্তরাষ্ট্রের দাবি, তাদের এই অভিযান মাদক পাচার দমনের জন্য। তবে, ভেনেজুয়েলা একে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখছে। 

এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি করেছে এবং এর ফলে এই অঞ্চলে সংঘাতের ঝুঁকি বাড়ছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক