
ভৈরবে শামসু মিয়া নামের এক ব্যক্তির যুবকের লাশ শহরের আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার রাত ১১টায় ভৈরব বাজার রেলওয়ে জংশন সংলগ্ন আল কাদির আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। শামসু মিয়া হবিগঞ্জে লাখাই থানার মোড়াইক গ্রামের ফিরোজ মিয়া ছেলে।
পুলিশের এসআই মাসুদুর রহমান জানান, বুধবার রাত ৯টায় খবর পেয়ে হোটেলে এসে হোটেল কক্ষের দরজা বন্ধ পাওয়া যায়। এ সময় স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে বিছানার ওপর থেকে তার লাশ উদ্ধার করে। পরে তার পরিবারকে খবর দেওয়া হয় ফোনে।
পারিবারিক সূত্র জানায়, শামসু মিয়া হকারি করতেন। বাড়ি থেকে বের হয়ে তিনি ভৈরব বাজারে এসে হকারি করতেন। পুলিশের ধারণা ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হলো এখনই বলা যাচ্ছে না।
ভৈরব থানার ওসি সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। ঘুমন্ত অবস্থায় কিভাবে মারা গেল তা লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলে তিনি জানান।