1. Home
  2. জাতীয় নির্বাচন
  3. ভোটগ্রহণ শেষে চলছে গণনা
ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ভোটগ্রহণ শেষে চলছে গণনা

0
  • 1 year ago,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

দিনভরই বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন অনিয়মের মধ্য দিয়ে ভোট হয়েছে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ার পর ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি। ২৯৯ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ২৪টি।

অন্যদিকে চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করেছে। রোববার বিকাল ৪টায় এ ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

নির্বাচন কমিশন জানায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৬৬ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, বিকল্পধারা বাংলাদেশের ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। শুধু দুর্গম অঞ্চলের ২ হাজার ৯৬৪টি কেন্দ্রে ব্যালট পাঠানো হয় ভোটের আগের দিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আছেন স্থানীয় ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। এ ছাড়া, প্রায় দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষক থাকছেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

নির্বাচনে ২৯৯টি আসনে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে অংশ নেয় ২৮টি রাজনৈতিক দল। নওগাঁ-২ আসনে এক প্রার্থীর মৃত্যুতে ওই আসনটির ভোট স্থগিত ছিল।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। যার মধ্যে পুরুষ ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ৩১১ জন, নারী ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৭৭৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮ জন। তবে কত শতাংশ ভোট পড়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।