1. Home
  2. রাজনীতি
  3. ভোট পেতে চলিছে আওয়ামী তোষণ চলছে: আসিফ মাহমুদ
ভোট পেতে চলিছে আওয়ামী তোষণ চলছে: আসিফ মাহমুদ

ভোট পেতে চলিছে আওয়ামী তোষণ চলছে: আসিফ মাহমুদ

0
  • 3 weeks ago,

ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার রাত ১১ টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

নিজের অফিসিয়াল পেজে আসিফ মাহমুদ লিখেন, ভোট পাওয়ার জন্য আওয়ামী তোষণের প্রতিযোগিতা চলছে যেন। ফ্যাসিস্টদের ভোটে সংসদে যাওয়ার থেকে সারাজীবন সংসদে না যাওয়া ভালো।

উল্লেখ্য, সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক জনসভায় আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষ আপনাদের পাশে আছে। অন্য একটি অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগ এর বিরুদ্ধে কোন হয়রানি মূলক মামলা দেয়া হবে না। মির্জা ফখরুল এর এই মন্তব্য নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয়। আর সেই সময়েই আসিফ মাহমুদ এই কথা বললেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক