
মিয়ামির জন্য ম্যাচটা বিশেষই ছিল। বিশ্বজয়ী রদ্রিগো দে পলের অভিষেক তো বটেই, নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছিলেন লিওনেল মেসি। ফিরেই জাদু দেখালেন তিনি। শেষ মিনিটে তার অ্যাসিস্টেই নাটকীয় এক জয় তুলে নিল ইন্টার মিয়ামি।
বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ডেডলক ভাঙ্গেন সেগোভিয়া। এই গোলে ছিল মেসির অবদান। ৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো।
ম্যাচের শেষ মুহূর্তে মেসির অ্যাসিস্টে মার্সেলো‘চেলো’ ভিগান্ট বল জালে জড়াতেই সমতা ভেঙে জয় নিশ্চিত হয় গোলাপি জার্সিধারীদের। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা উঠেছিল, পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলটি বৈধ ঘোষণা করে। যার সুবাদে লিগ কাপের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নেয় মায়ামি।
এর আগে, অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও তার সতীর্থ জর্দি আলবা মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার ম্যাচেই জবাবটা সুবজ ঘাসে দিয়ে দিলেন মেসি। পেলেন এমএলএসের মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার। কারণ, জুলাই মাসে মেসি করেছেন পাঁচটি অ্যাসিস্ট ও ৮টি গোল।
তার দল ইন্টার মিয়ামি এই মাসে এমএলএসে পাঁচটি ম্যাচে চারটি জয় এবং একটি ড্র করেছে। তাতে মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই সুযোগ পেলেও গোল করতে পারেনি। মিয়ামির গোলরক্ষক রোকো রিয়োস নোভো প্রথমার্ধে তিনটি সেভ করেন। বিশেষ করে এদুয়ার্দো আগুইরেকে ঠেকানোর সেভটি ছিল চোখ ধাঁধানো। আর অর্ধের শেষ মুহূর্তে লুইস সুয়ারেজের শট লাগে ক্রসবারে।
এই ম্যাচেই ইন্টার মিয়ামির হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডে পল। মেসির জাতীয় দলের এই সতীর্থ গত সপ্তাহে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হন ক্লাবটির সঙ্গে। মেসি এই দলে আছেন, সে কারণেই যে মিয়ামিতে যোগ দিয়েছেন দে পল, তা আর বলতে। সেই তার মিয়ামি অভিষেকটা রাঙানোর কাজটা শেষমেশ নিজ কাঁধেই তুলে নেন মেসি। তার দারুণ দুই অ্যাসিস্টে নাটকীয় এক জয়ই পেয়ে যায় ফ্লোরিডার দলটা।
নিউজ টুডে বিডি/ নিউজ ডেস্ক