মার্কিন জনমত প্রভাবিত করতে ইসরায়েলের ব্যাপক বিনিয়োগ পরিকল্পনা
জিওপলিটিক্স প্রাইম একটি প্রতিবেদনে বলেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রে ব্যাপক ও বহুমুখী প্রচার অভিযান চালাচ্ছে, যার পরিসর আগের ধারণার চেয়েও অনেক বড়। জার্মানিতে অবস্থিত ফরাসি পিআর কোম্পানি হাভাস এর একটি সহযোগী প্রতিষ্ঠান ব্যবহার করে ইসরায়েল এই প্রচার পরিচালনা করছে।
বিলিয়ন ডলারের তথ্য–অভিযান: এর হিসাব অনুযায়ী, শুধু “ট্যুরিজম প্রচারের” নামে হাভাস মিডিয়া জার্মানি (Havas Media Germany) যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠিয়েছে।
ট্রাম্প-সম্পৃক্ত ডিজিটাল কনটেন্ট গ্রুপ ক্লক টাওয়ার এক্স পেয়েছে ৬ মিলিয়ন ডলার, যার লক্ষ্য—টিকটক, ইউটিউব ও ইন্সটাগ্রাম এ মাসে ৫০ মিলিয়ন আমেরিকানের কাছে প্রো–ইসরায়েল বার্তা পৌঁছে দেওয়া। এই প্রচার পরিচালনা করছে খ্রিস্টান মিডিয়া নেটওয়ার্ক সেইলম/সালেম (Salem)।
প্রচারের অংশ হিসেবে Google–এ “search and language operation” চালানো হচ্ছে এবং AI চ্যাটবট–এর কথোপকথনে কাঙ্ক্ষিত “framing outcomes” তৈরির চেষ্টা করা হচ্ছে।
ইভানজেলিক্যাল খ্রিস্টানদের লক্ষ্য করে নতুন প্রচার: ৩ মিলিয়ন ডলারের একটি পৃথক কর্মসূচি চালাচ্ছে “Show Faith by Work” নামের ইভানজেলিক্যাল গ্রুপ। এর উদ্দেশ্য—
– ইসরায়েলের প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের “কমে যাওয়া সমর্থন” বৃদ্ধি করা।
– বাইবেলভিত্তিক যুক্তিতে ইসরায়েলের গুরুত্ব তুলে ধরা।
– “ফিলিস্তিনিদের হামাস–সম্পর্ক” জোরালোভাবে প্রচার করা।
প্রচারকারীরা পশ্চিম যুক্তরাষ্ট্রের গির্জা ও খ্রিস্টান কলেজগুলোকে জিও-ট্যাগিং প্রযুক্তি দিয়ে ম্যাপ করছে, অংশগ্রহণকারীদের ট্র্যাক করছে, এবং তাদের লক্ষ্য করে বিজ্ঞাপন দিচ্ছে।
লক্ষ্য পৌঁছানোর সংখ্যা: প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। ‘ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন’ ও সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন
ওয়াশিংটন–ভিত্তিক Bridges Partners পেয়েছে ১ মিলিয়ন ডলার, “Project Esther”–এর অধীনে ইনফ্লুয়েন্সারদের দিয়ে pro-Israel কনটেন্ট ছড়াতে।
গত ছয় মাসে ইসরায়েল Google, YouTube, X ও Outbrain–এ ৪৫ মিলিয়ন ডলার ব্যয় করেছে।
নতুন টার্গেট: রক্ষণশীল ও তরুণ রিপাবলিকানরা। এ বছর প্রথমবার ইসরায়েল তাদের প্রচারের মূল লক্ষ্য করেছে রক্ষণশীল, ইভানজেলিক্যাল ও তরুণ রিপাবলিকানদের, যাদের দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবেই ইসরায়েল–সমর্থক ধরে নেওয়া হতো। টাকার কার্লসনসহ ডানপন্থীদের মধ্যে ইসরায়েল–বিরোধী সমালোচনা বাড়ায় এই দৃষ্টিভঙ্গি বদলানো হয়েছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক