
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান ভারত সফরে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠতে পারে ?
হিন্দুস্থান টাইমস সূত্রে জানা যায়, আজ রোববার ভারত সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ এটি এমন একটা সময় যখন আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।
আমেরিকার পররাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে, দু’দিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ নরেন্দ্র মোদি সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দিল্লি আইআইটিতে বিদেশনীতি সংক্রান্ত একটি আলোচনাসভাতেও যোগ দেবেন।
এই সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সরকার সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক, বিশেষ করে আদানিদের বিরুদ্ধে ঘুষের মামলা এবং আমেরিকা ও কানাডার মাটিতে খলিস্তানপন্থীদের তৎপরতা নিয়ে কথা হতে পারে।
এছাড়া, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আমেরিকার আদালত দ্বারা সমন পাঠানোর বিষয়টি এবং বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতিও আলোচনার টেবিলে আসতে পারে। দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে আলোচনায় ভারতের নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার দিকে বিশেষ মনোযোগ দেয়া হবে। চীনের সাথে ভারতের সীমান্ত সংঘর্ষ এবং দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি নিয়ে ভারতের নিরাপত্তা নীতির সাথে আমেরিকার সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুতরাং, এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন সূচনা হতে পারে। দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আলাপচারিতায় ‘ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি’ (আইসিইটি)-র ভারত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত দ্বিপাক্ষিক বৈঠক এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গও আসবে বলে জানা গিয়েছে।
২০২৪-এর শেষের দিকে, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও ওয়াশিংটন সফর করেন এবং বিদায়ী প্রশাসনের সমস্ত শীর্ষ কর্মকর্তাদের সাথে সাথে নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সাথে দেখা করেন। আগামী ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ডনাল্ড ট্রাম্প। তার সঙ্গে দেশের নয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে শপথ নেবেন কংগ্রেস সদস্য মাইকেল ওয়াল্টজ। সুতরাং, মার্কিন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে সুলিভানের এটি শেষ ভারত সফর।
নিউজটুডেবিডি/ ইন্টারন্যাশনাল ডেস্ক