1. Home
  2. জাতীয়
  3. মার্চ ফর ইউনিটি: ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্রের’ দাবি
মার্চ ফর ইউনিটি: ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্রের’ দাবি

মার্চ ফর ইউনিটি: ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্রের’ দাবি

0
  • 4 months ago,

আগামী ১৫ জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে। এর আগে মানুষের আকাঙ্ক্ষা জানতে দেশের প্রতিটি জেলা ও মহল্লায় যেতে হবে। আজ মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এ দাবি জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে উল্লিখিত দাবি উত্থাপন করেন জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।

এ সমাবেশ থেকেই ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘোষণার প্রস্তুতি নিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের মধ্যে গতকাল সোমবার সরকারের পক্ষ থেকে শিগগিরই ‘জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র’ গ্রহণ করা হবে বলে জানানো হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজকের এ কর্মসূচির নাম দেয় ‘মার্চ ফর ইউনিটি’। এ কর্মসূচি উপলক্ষে সারাদেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা–কর্মীরা আজ শহীদ মিনারে সমবেত হন।