1. Home
  2. শিক্ষা
  3. মাহারাত মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আনুষ্ঠানিক ক্লাস শুরু
মাহারাত মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আনুষ্ঠানিক ক্লাস শুরু

মাহারাত মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আনুষ্ঠানিক ক্লাস শুরু

0
  • 4 months ago,

বছরের প্রথম দিনেই ঢাকার উত্তরায় অবস্থিত মাহারাত মডেল মাদ্রাসায় ২০২৫ সালের নতুন শিক্ষাবর্ষে আনুষ্ঠানিক ক্লাস শুরু হয়েছে। মাদ্রাসার বয়েজ ও গার্লস ক্যাম্পাসে শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতিতে ভিন্ন-ভিন্ন আয়োজনে ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ।

বুধবার (১ জানুয়ারি) মাহারাত মডেল মাদ্রাসার নিজ ক্যাম্পাসে ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উল্লিখিত অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিাবক এবং কর্মকর্তা-কর্মচারী সকলে অংশগ্রহণ করেন।

ক্লাস ওরিয়েন্টেশন অনুষ্ঠােনে মাদ্রাসার পরিচালনা কমিটির চেয়ারম্যান ড. মো. নূরুল্লাহ দিকনির্দশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন।

মাহারাত মডেল মাদ্রাসা ইসলাম শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় করে যে পাঠদান পরিকল্পনা করেছে এবং বাস্তবায়ন করে যাচ্ছে, তার প্রশংসা করেন বক্তারা।

উল্লেখ্য, ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ২ টি পৃথক ক্যাম্পাসে জেনারেল ক্লাসের পাশাপাপশি হিফজুল কুরআন শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। আবাসিক ব্যবস্থাসহ অনাবাসিক শিক্ষার্থীদের জন্য যানবাহন ব্যবস্থাও আছে প্রতিষ্ঠানের।

শিক্ষা ডেস্ক/নিউজটুডে বিডি

চেয়ারম্যান