1. Home
  2. বিশ্ব
  3. মিশর ইসরায়েলি হামলার ষড়যন্ত্র ঠেকিয়ে দিয়েছে
মিশর ইসরায়েলি হামলার ষড়যন্ত্র ঠেকিয়ে দিয়েছে

মিশর ইসরায়েলি হামলার ষড়যন্ত্র ঠেকিয়ে দিয়েছে

0
  • 2 hours ago,

মিসর জানিয়েছে, কায়রোতে হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলের ষড়যন্ত্র তারা উদঘাটন করেছে। কায়রোতে গত দুই বছরে যুদ্ধবিরতি আলোচনার সময়ও একই ধরনের হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছিল বলে জানায় মিসরের নিরাপত্তা সংস্থা। কায়রো ইসরায়েলকে সতর্ক করে বলেছে, এ ধরনের যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে। মিসরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাতারের রাজধানী দোহায় গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আবাসিক ভবনে প্রায় ১২টি বিমান হামলা চালায় উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। হামাস নেতৃত্বকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যা পুরো অঞ্চলে নিন্দার ঝড় তুলেছে।

ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতে মিসরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এই বিবৃতি দিয়েছেন। নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন, ইসরায়েল অন্যান্য দেশেও হামাসকে লক্ষ্যবস্তু বানাবে।

মিসরের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ‘মিসরীয় ভূখণ্ডে হামাস নেতাদের জীবনের ওপর যেকোনো হামলাকে মিসর তার সার্বভৌমত্বের লঙ্ঘন ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করবে। এর বিরুদ্ধে পাল্টা জবাব দিতে আমরা একমুহূর্তও দ্বিধা করব না।’

প্রেসিডেন্ট সিসি আরব দেশগুলোর জন্য ন্যাটোর মতো যৌথ প্রতিরক্ষা বাহিনী গঠনের প্রস্তাব তুলেছেন। এ বিষয়ে দোহায় অনুষ্ঠেয় আরব-ইসলামিক সম্মেলনের আগে কূটনৈতিক যোগাযোগ চলছে।

মিসর ঘোষণা দিয়েছে, তারা আর ইসরায়েলের সঙ্গে কোনো নিরাপত্তা সহযোগিতা করবে না এবং সিনাই উপত্যকাসহ সামরিক তৎপরতা সম্পর্কে কোনো ব্যাখ্যাও দেবে না।

এছাড়া হামাস নেতাদের কায়রোতে থাকার আমন্ত্রণ জানিয়ে মিসর জানিয়েছে, তাদের ওপর যে কোনো ইসরায়েলি হামলার বিরুদ্ধে পূর্ণ সুরক্ষা দেওয়া হবে। তবে হামাসের শীর্ষস্থানীয় নেতারা মিসরে বসবাস করে আসলেও আনুষ্ঠানিকভাবে কখনো কোনো ঘোষণা দেয়নি। নিরাপত্তা সূত্রটি জানিয়েছে, গাজায় ইসরায়েলের নৃশংস হামলার আগে থেকেই বেশ কয়েকজন নেতা বছরের পর বছর ধরে মিসরে বসবাস করছেন। নিরাপত্তার কারণে তাঁদের পরিচয়, সংখ্যা ও সঠিক অবস্থান প্রকাশ করা হয়নি।

সম্প্রতি দোহায় হামলার পর নেতানিয়াহু তাঁর ভিডিও ভাষণে হামাসকে যেকোনো জায়গায় নিশানা করার হুমকি দেন। উগ্রবাদী নেতানিয়াহু বলেন, ‘আমি কাতার ও সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া সব দেশকে বলছি, হয় তাদের বহিষ্কার করুন অথবা তাদের বিচারের আওতায় আনুন। আপনারা তা না করলে আমরা করব।’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক