1. Home
  2. বিনোদন
  3. টেলিভিশন
  4. মুক্তি পেয়েছে তানজিন তিশার ওয়েব ফ্লিল্ম ‘পয়জন’
মুক্তি পেয়েছে তানজিন তিশার ওয়েব ফ্লিল্ম  ‘পয়জন’

মুক্তি পেয়েছে তানজিন তিশার ওয়েব ফ্লিল্ম ‘পয়জন’

0
  • 10 months ago,

অভিনেত্রী তানজিন তিশা। নাটকের গণ্ডি পেরিয়ে পা রেখে রেখেন ওয়েব জগতে। নতুন এই প্ল্যাটফর্মে ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করা চেষ্টা করছেন। গতকাল মুক্তি পেয়েছে তার ওয়েব ফ্লিল্ম ‘পয়জন’। সঞ্জয় সমাদ্দারের নির্মাণে এতে উঠে এসছে একটা মেয়ের নায়িকা হওয়ার গল্প। সেই সঙ্গে এসেছে নায়িকার জীবনের সাফল্যসহ আপন-পর, শত্রু-মিত্র, মুখ ও মুখোশের গোলক ধাঁধা গল্প। যা পরবর্তীতে রূপ নেয় হিস্রতায়।

সোমবার (১০ জুন) সন্ধ্যায় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে ওয়েব ফিল্মটির প্রিমিয়ার শো দেখতে এসে তানজিন তিশা জানালেন, আমি এখানে একটা নায়িকার জীবনের গল্প উপস্থাপন করেছি। এই চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবনযাপনও রপ্ত করেছি। আমাকে জানতে হয়েছে, একজন নায়িকাকে কাজ করতে গিয়ে কী ডিল করতে হয়! আমি অনেক সিনেমা দেখেছি।

সিনেমার বিষয় তুলে তিশা বলেন, ‘আমরা যদি কাউকে অতিরিক্ত ভালোবাসি সেটাও পয়জন হতে পারে আবার কাউকে অতিরিক্ত ঘৃণা করি সেটাও পয়জন হতে পারে। সেই বিষয়টি উঠে এসেছে এই ফিল্মে। যেখানে আমি নায়িকা রূপা মীর্জার চরিত্রটা রূপায়ন করার চেষ্টা করেছি।

তিশার কথায়, ‘যেহেতু আমি সিনেমার নায়িকা না, তাই রূপা মীর্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে। ১২ দিন যখন শুটিং করেছি তখন মনে হয়েছে আমি রূপা মীর্জা ছিলাম। আশা করছি দর্শক আমার কাজ দেখে হতাশ হবেন না।

এতে উপস্থিত ছিলেন ‘পয়জন’র পরিচালক সঞ্জয় সমাদ্দার, অভিনয়শিল্পী তানজিন তিশা, আবু হুরায়রা তানভীরসহ দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিনেই এটি উন্মুক্ত হয় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে।

নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছু বিষ! কিন্তু জীবনের এমনই আয়রনি যে, প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায়শই নির্ধারণ করতে পারি না। সেখান থেকেই জন্ম নেয় বেঁচে থাকার নানা সমীকরণ। পরিশ্রম, মেধা, কিংবা প্রতারণা নানাভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টা চলে কিন্তু জীবনের গল্প তো আসলে লেখে অন্য কেউ।

মামুনুর রশিদ তানিমের রচনায় ও সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগসহ অনেকে।