
মোজাম্বিকের বন্ধ হওয়া ২০ বিলিয়ন ডলারের এলএনজি প্রকল্প চালুর ঘোষণা
মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল চ্যাপো জাপানে এক অনুষ্ঠানে জানিয়েছেন, টোটাল-এনার্জিসের স্থগিত থাকা ২০ বিলিয়ন ডলারের LNG প্রকল্প ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে পুনরায় চালু হবে।
প্রকল্পটি ২০২৯–২০৩০ সালে উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।
এর লক্ষ্য হলো, মোজাম্বিককে বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি উৎপাদনকারী দেশ হিসেবে গড়ে তোলা, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ৩০ মিলিয়ন টন।
আর এই উৎপাদিত এলএনজির বেশিরভাগই জাপান ও এশিয়ার বাজারে রপ্তানি করা হবে।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হওয়ার পরই ২০ বিলিয়ন ডলারের Mozambique LNG প্রজেচত নামের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রকল্পটি ফরাসি জ্বালানি জায়ান্ট Total SE দ্বারা পরিচালিত হয়েছিল।
কিন্তু ইসলামিক স্টেট-সম্পর্কিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলার কারণে প্রকল্প এলাকার কাছাকাছি অবস্থিত প্যালমা শহরে বিদ্রোহীরা আক্রমণ করে, যার ফলে অনেক মানুষ নিহত হয় এবং বিপুল পরিমাণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর April 2021-এ নিরাপত্তা হুমকির কারণে, Total SE প্রকল্পটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক