1. Home
  2. বিশ্ব
  3. ইউরোপ
  4. যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইউরোপীয় আকাশ প্রতিরক্ষা বেছে নিল ডেনমার্ক
যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইউরোপীয় আকাশ প্রতিরক্ষা বেছে নিল ডেনমার্ক

যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে ইউরোপীয় আকাশ প্রতিরক্ষা বেছে নিল ডেনমার্ক

0
  • 3 hours ago,

বার্তা সংস্থা এএফপি এক খবরে জানিয়েছে ডেনমার্ক নতুন বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে প্রায় ৯.১ বিলিয়ন ডলার ব্যয় করবে। মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম না নিয়ে তারা ইউরোপীয় বিমান প্রতিরক্ষা সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রধান কারণ হিসেবে ইউরোপীয় পণ্যে কম খরচ এবং মার্কিন পণ্যের ডেলিভারির বিলম্ব উল্লেখ করা হয়েছে।  দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফ্রান্স, ইতালি, জার্মানি ও নরওয়ে থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে।

প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা উল্লেখ করে এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চয়তার অর্থ হলো সশস্ত্র বাহিনীর উন্নয়নে স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক