1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. যুক্তরাষ্ট্রের বিপক্ষে আবারও মাঠে নামছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের বিপক্ষে আবারও মাঠে নামছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে আবারও মাঠে নামছে বাংলাদেশ

0
  • 11 months ago,

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে খেলাটি।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে আগামী ২ জুন পর্দা উঠবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। মূল পর্বের খেলার আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজেই হতাশ করেছে শান্তর দল। র‍্যাঙ্কিংয়ে দশ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে টানা দুই ম্যাচে বাজে হার। যদিও শেষটা দাপুটের সঙ্গে জিতে ঘুরে দাঁড়িয়েছিল দল। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে বাংলাদেশকে আরও একবার মুখোমুখি হতে হচ্ছে যুক্তরাষ্ট্রের।

এই ম্যাচ অবশ্য কোনো সিরিজের অংশ নয়, কেবল একটা প্রস্তুতি ম্যাচ। তবে শান্তরা বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত তার প্রমাণ মিলবে এ ম্যাচে। এর তিন দিন পর ১ জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ।