1. Home
  2. ছবি
  3. আন্তর্জাতিক
  4. যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭, হামলাকারীর পরিচয় সনাক্ত
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭, হামলাকারীর পরিচয় সনাক্ত

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭, হামলাকারীর পরিচয় সনাক্ত

0
  • 2 weeks ago,

যুক্তরাষ্ট্রের একটি ক্যাথলিক স্কুলে প্রার্থনারত শিক্ষার্থীদের ওপর বন্দুকধারীর গুলিতে আট ও ১০ বছর বয়সী দুই শিশু নিহত এবং ১৭ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের পুলিশপ্রধান বলেছেন, হামলায় আহতদের মধ্যে ১৪ জন শিশু এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী একটি রাইফেল, একটি শটগান ও একটি পিস্তল নিয়ে এ হামলা চালায় এবং একপর্যায়ে সে নিজের গুলিতে নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর বয়স ২০ এর কোঠায়। হামলার সময় বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এ সময় কালো পোশাক পরা বন্দুকধারী গির্জার বাইরে দাঁড়িয়ে জানালা দিয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায়।

তাৎক্ষণিক ভাবে হামলাকারীর পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও পরে জানা যায় হামলাকারীর নাম “রবিন ওয়েস্টম্যান”, যাকে একজন ট্রান্সজেন্ডার চরমপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে সন্দেহভাজন ব্যক্তি সামাজিক মাধ্যমে এই বিষয়ে একটি পোস্ট করে। একইসঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে একটি রাইফেলের গায়ে “kill Donald Trump” লেখা দেখা যায়। এছাড়াও সেখানে ঈশ্বরকে বিদ্রূপ করে লেখা ছিল “where is your god?” সহ আরও কিছু বাক্য।

মিনিয়াপোলিসের পুলিশ প্রধান ব্রায়ান ও’হারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি ছিল নিষ্পাপ শিশু এবং উপাসনারত অন্যান্য মানুষের ওপর ইচ্ছাকৃতভাবে চালানো সহিংসতা। শিশুতে পরিপূর্ণ গির্জায় গুলি চালানোর নিষ্ঠুরতা ও কাপুরুষতা একেবারেই বোধগম্য নয়।’

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘আমি আমাদের শিশু ও শিক্ষকদের জন্য প্রার্থনা করছি, যারা এই ভয়াবহ সহিংসতার শিকার হয়েছে।’

স্থানীয় হাসপাতাল চিলড্রেনস মিনেসোটা জানিয়েছে, তারা কমপক্ষে পাঁচ শিশুকে ভর্তি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে এক পোস্টে এ হামলাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘মিনেসোটার মিনিয়াপোলিসে মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে আমাকে সম্পূর্ণ অবহিত করা হয়েছে। এফবিআই দ্রুত সাড়া দিয়েছে এবং তারা ঘটনাস্থলে পৌঁছেছে। হোয়াইট হাউস এ ভয়াবহ পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাবে। সবাই আমার সঙ্গে সংশ্লিষ্টদের জন্য প্রার্থনা করুন।’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক