যে কারণে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল ইসরায়েল
ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে মূলত কৌশলগত ও নিরাপত্তাজনিত কারণে। একই সাথে লোহিত সাগরে স্থায়ী প্রভাব নিশ্চিত করা।
সোমালিল্যান্ড হর্ন অব আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত। এ অঞ্চল থেকে বাব আল-মান্দেব প্রণালির ওপর নজর রাখা সহজ হয়।এই প্রণালি লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থল। বিশ্ব বাণিজ্যের বড় অংশ এই পথ দিয়ে চলাচল করে।
ইসরায়েল মনে করছে, এই এলাকায় একটি কৌশলগত অবস্থান পেলে নৌ-নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আঞ্চলিক নজরদারি আরও জোরদার করা যাবে।
এছাড়াও এই পদক্ষেপের মাধ্যমে তুরস্ক, মিসর ও সৌদি আরবের আঞ্চলিক প্রভাব পরোক্ষভাবে সীমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেননা মিসর লোহিত সাগর ও সুয়েজ খালকে ঘিরে নিজস্ব কৌশলগত অবস্থান ধরে রাখতে চায়। অন্যদিকে তুরস্ক হর্ন অব আফ্রিকায় সামরিক ও অর্থনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। সৌদি আরবও লোহিত সাগর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী। আর ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে এই শক্তিগুলোর প্রভাব বলয়ের ভেতরে একটি নতুন কৌশলগত উপস্থিতি তৈরি করছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক