1. Home
  2. বিশ্ব
  3. যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: খামেনি
যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: খামেনি

যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: খামেনি

0
  • 8 hours ago,

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, নতুন করে হামলা হলে তার কঠিন জবাব দিতে প্রস্তুত ইরান। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বক্তব্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি । ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, সেসময় যে হামলা হয়েছে তার চেয়েও বড় পরিসরে হামলা করতে সক্ষম তেহরান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইসরাইলকে যুক্তরাষ্ট্রের পোষা কুকুর উল্লেখ করে খামেনি বলেন, আমাদের জাতি যুক্তরাষ্ট্র ও তাদের পোষা কুকুর ইহুদিবাদী ইসরাইলকে মোকাবিলায় বেশ প্রশংসনীয় হয়েছে।

গত মাসে ইরানের বিভিন্ন পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ এনে তেহরানে হামলা চালায় তারা। এই পরমাণু কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে করা হচ্ছে দাবি করার পরও হামলা চালানো হয়েছে।

তবে এর শক্ত পাল্টা জবাব দিয়েছে ইরান। তারা ইসরাইলে স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে। পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালায় তেহরান। খামেনি বলেছেন, কাতারের আল উদেইদ ঘাঁটিতে যে হামলা হয়েছে তার চেয়েও বড় হামলার ক্ষমতা রাখে ইরান। খামেনি বলেন, আমরা কূটনৈতিক বা সামরিক ক্ষেত্রে সবসময় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই প্রবেশ করি, দুর্বলতা থেকে নয়। তিনি কূটনীতিকদের নির্দেশনা অনুসরণ করে জোরদারভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

নিউজ টুডে বিডি/আন্তর্জাতিক